ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নতুন সদস্য হলেন ৫৭৭ জন সাংবাদিক। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে স্থায়ী সদস্যপদ প্রদান করা হয়।
ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারের নেতৃত্বে গঠিত সদস্য বাচাই কমিটির সুপারিশের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাহী পরিষদের সভায় অনুমোদনক্রমে তাদেরকে সদস্যপদ প্রদান করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।