দেশবিরোধী চুক্তির বিষয়ে মত প্রকাশ করায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে এবং বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবীতে শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আজ শনিবার সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এ দাবি জানান সাংবাদিকরা।
সাংবাদিকদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে- বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের বিশেষ ট্রাইবুনালে বিচার, শিক্ষাঙ্গণে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা, বুয়েটের উপাচার্যের পদত্যাগ, আবরারের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, তাঁর মৃত্যুর দিনকে শহীদ আবরার দিবস ঘোষণা, ফেনী নদীর পানি বণ্টনসহ ভারতের সঙ্গে হওয়া চুক্তি বাতিল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান দখলমুক্ত করে সহাবস্থান নিশ্চিত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, বন্ধ মিডিয়া খুলে দেওয়া, কথায় কথায় সাংবাদিকদের চাকরিচ্যুতি, হয়রানি ও নির্যাতন বন্ধ, নবম ওয়েজবোর্ড রোয়েদাদ গেজেটে সংযোজিত সাংবাদিকদের স্বার্থবিরোধী ধারা, উপধারা বাতিল করে শিগগির সংশোধিত গেজেট প্রকাশ করা এবং দেশ পরিচালনায় চরম ব্যর্থতার দায়ভার নিয়ে বর্তমান সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দেওয়া।